মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড দুয়ারু এলাকার জনগুরুত্বপূর্ণ সড়ক,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত। এই সড়কে অত্র ইউনিয়নের প্রায় তিন গ্রামের ৫ হাজার জনসাধারণ চলাফেরা করে,দালান ঘর নির্মান, কৃষি কাজে ব্যবহৃত ভারি যানবাহন চলার কারণে গত কয়েক বছর ধরেই সড়কটির বেহাল অবস্থা। জনদুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে সড়কের ওপরে থাকা বিদ্যুতের খুঁটি নিয়ে।খুঁটি সরাতে উপজেলা প্রকৌশলীর কার্যালয় এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের মধ্যে চিঠি চালাচালি হলেও কার্যত কোনো ফল পাওয়া যায়নি। ফলে খুঁটি রেখেই কাজ করেছে কর্তৃপক্ষ। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
১ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে ১ হাজার ১০০ মিটার সড়কের দরপত্র আহ্বান করা হয়। এর কার্যাদেশ দেয়া হয় শাহজান মিয়াজি নামে একটি প্রতিষ্ঠানকে। পূর্বে সড়কটি সরু থাকায় ভারি যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হতো। তাই বর্তমানে সড়কটি প্রশস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। আর এতে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা যায় বিদ্যুতের খুঁটি। প্রায় একহাজার মিটারের সড়কের ওপর ১০টি বিদ্যুতের খুঁটি রয়েছে। কোনোটি সড়কের দুই থেকে আড়াই ফুট আবার কোনোটি তিন ফুট, ও কোনটি সড়কের একেবারে মাঝে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, খুঁটিগুলো রাস্তার মাঝে বসানোয় রাস্তা দিয়ে ঠেলাগাড়ি, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে সমস্যা হচ্ছে। চলাচল করলেও এক পাশের গাড়ি দাঁড়িয়ে থেকে আরেক পাশের গাড়ি চলাচল করতে হয়। ফলে অসুস্থ রোগীকে অনেক দূর হাঁটিয়ে গাড়িতে তুলতে হয়। রাস্তা দিয়ে বড় গাড়ি প্রবেশ না করায় মালামাল কাঁধে করে আনা-নেওয়া করতে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য মোহাম্মদ নুর উদ্দিন জানান,বারবার অভিযোগ দিলেও খুঁটিগুলো সরাতে মীরসরাই পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সড়কের ঠিকাদারকে একাদিক বার বলার পর উনারে বলে এটি পল্লী বিদ্যুৎ সমিতির কাজ আমরা অনেক বার তাদের চিঠি দিয়েছি তাঁরা দ্রুত সময়ের মধ্যে খুঁটি সরিয়ে রাস্তাটিতে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছি।খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক বলেন, সড়কের উন্নয়ন কাজ চলতেছে, বিদ্যুৎতের খুঁটি গুলা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে এখানে বাজেটের কিছু জটিলতা রয়েছে,বাজেটে পেলে বিদ্যুৎ বিভাগ অতি দ্রুত খুঁটি গুলা সরিয়ে নিবে বলেছে।
ঠিকাদার শাহজান মিয়াজি জানান, খালের পাশে হওয়ায় এই রাস্তা করতে পারবো বলে মনে করি নাই, অনেক প্রতিবন্ধকতার পর এই রাস্তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি প্রায় ৯০% কাজ শেষ করতে ফেরেছি,অন্য কাজ গুলা কয় এক দিনের মধ্যে শেষ করে রাস্তা বুঁঝিয়ে দিতে পারবো, তবে বিদ্যুৎ এর খুঁটি গুলা সরানোর জন্য উপজেলা প্রকৌশলী অফিস থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে তারা কিছু দিনের মধ্যে খুঁটিগুলো সরিয়ে নিবে বলেছে।মীরসরাই উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মিজান উদ্দিন বলেন, সড়কে বিদ্যুৎ এর খুঁটি সরানোর কাজ পল্লী বিদ্যুৎ বিভাগের তাদের চিঠি দেওয়া হয়েছে, তার যে কোন সময় সরিয়ে নিবে।মীরসরাই পল্লী বিদ্যুৎ সমিতির জেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহম্মদ বলেন এলজিইডি চিটি দেওয়ার পর তাদের প্রতিনিধি দল খরচ নিয়ে আসলে আমরা খুঁটি সরিয়ে দিয়, তারা আমাদের কাছে চিঠি দিলে হবে না তাদের প্রতিনিধি দল এসে কোন খুঁটি কোন জায়গায় পড়ছে দেখিয়ে দেওয়ার পর আমরা সরিয়ে নিবো।