Top
সর্বশেষ

ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম মনে হয়

১১ মে, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ
ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম মনে হয়
বিনোদন ডেস্ক :

একসময় ছোটপর্দায় দাপিয়ে বেড়িয়েছেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। নির্মাণ করেছেন একাধিক নাটক। যদিও আজকাল অভিনয় থেকে দূরে সরে আছেন এ অভিনেতা। তবে সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। দেশের বিভিন্ন বিষয় নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন সেখানে।

তবে এবার সিদ্দিক সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন। বৃহস্পতিবার (১১ মে) ভোর ৪টা ৫৫ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘সকালে ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম মনে হয়। সত্যিকারের পৃথিবীকে উপভোগ করতে চাইলে প্রত্যেকটি মুসলমানকেই ফজরের নামাজ পড়তে হবে। তাহলে পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন। আল্লাহপাক প্রতিটি মুসলমানকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।’

এদিকে রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন সিদ্দিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে সংসদ সদস্য হতে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

শেয়ার