Top
সর্বশেষ

নুসরাতের শরীরে কার নামে ট্যাটু করা?

১১ মে, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
নুসরাতের শরীরে কার নামে ট্যাটু করা?
বিনোদন ডেস্ক :

টলিউড অভিনেত্রীদের নিয়ে বিতর্ক কম নেই। তবে এ ক্ষেত্রে অন্য নায়িকাদের তুলনায় কিছুটা এগিয়ে থাকবেন নুসরাত জাহান। ক্যারিয়ারের শুরু থেকেই তার ব্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপোড়েন বারংবার উঠে এসেছে চর্চায়। গুঞ্জনের কেন্দ্রে থেকেছেন তিনি। এখন স্বামী-পুত্র নিয়ে নতুন সংসার পাতলেও অতীত এখনও পিছু ছাড়েনি তার।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন নুসরাত। তার ব্যক্তিগত জীবনের টুকটাক আপডেট পাওয়া যায় ওখানেই। এক সন্তানের মা হয়ে গেলেও তাকে দেখে তা বোঝা শক্ত। প্রায়ই স্বল্প পোশাকে দেখা মেলে নেটপাড়ায়। আর সেইসব পোশাকে স্পষ্ট হয়ে ওঠে অভিনেত্রীর বুকের ট্যাটু।

অভিনেত্রীদের শরীরে ট্যাটু নতুন ব্যাপার নয়। কেউ কেউ একাধিক ট্যাটু করিয়েছেন, কারও শরীরে আবার একটাই ট্যাটু। নুসরাতের বুকের এই ট্যাটুটি অবশ্য নতুন নয়। অনেক বছর আগেই এই ট্যাটুটি করিয়েছিলেন তিনি। না, সেখানে প্রাক্তন ‘স্বামী’ নিখিল জৈন বা বর্তমান স্বামী যশ দাশগুপ্তের নাম লেখা নেই।

নুসরাতের ট্যাটুটি ভালো করে দেখলেই বোঝা যাবে সেখানে ইংরেজিতে লেখা রয়েছে ‘ভিক্টরি’। সকলেই জানেন, ইংরেজি এই শব্দের অর্থ জয়। তবে গুঞ্জন শোনা যায়, প্রথম থেকে কিন্তু এই ভিক্টরি শব্দটা ট্যাটু হিসেবে ছিল না নুসরতের। ওটা ছিল একজনের নাম, ভিক্টর।

এই ভিক্টর কে, তা নিয়েও রয়েছে ধন্দ। শোনা যায়, নুসরাতের প্রাক্তন প্রেমিক ছিলেন তিনি। সেসময়েই প্রেমিকের নাম বুকে খোদাই করে রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু তাদের বিচ্ছেদের পর ট্যাটুটা সম্পূর্ণ না মুছে ‘ভিক্টর’ এর পাশে একটা ওয়াই (Y) জুড়ে ভিক্টরি বানিয়ে নেন নুসরাত। যদিও এ তথ্য কতটা সত্যি— তা নিয়ে সন্দেহ রয়েছে টলিপাড়ায়।

শেয়ার