Top
সর্বশেষ

শেরপুরে লাম্পী স্কীন রোগে মারা যাচ্ছে গরু

১১ মে, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
শেরপুরে লাম্পী স্কীন রোগে মারা যাচ্ছে গরু
শেরপুর প্রতিনিধি: :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লাম্পী স্কীন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। উপজেলার সর্বত্র এই রোগটি ছড়িয়ে পড়ায় আক্রান্ত হয়েছে অনেক গরু। এতে আতংকে রয়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। এমতাবস্থায় এ রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকার গবাদি পশুদের দ্রুত ভ্যাকসিন প্রয়োগের দাবি জানান তারা।

সরেজমিনে গত বুধবার উপজেলার নয়াবিল, পলাশীকুড়া, আন্ধারুপাড়াসহ কয়েকটি গ্রামে গিয়ে জানা গেছে, সোমবার (৮ মে) নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের কৃষক আবু সাইদের প্রায় ৩০ হাজার টাকা মুল্যের একটি বকনা বাছুর মারা গেছে। এর আগে গত ৩ মে বুধবার একই রোগে আক্রান্ত হয়ে ওই গ্রামের কৃষক আবদুল মতিনের প্রায় ৮০ হাজার টাকা মুল্যের একটি গাভী বাচ্চা পেটে অবস্থায় ও আন্ধারুপাড়া গ্রামের কৃষক মনিরুজ্জামান মানিকের প্রায় ৫০ হাজার টাকা মুল্যের একটি ষাঁড় বাছুর মারা যায়।

ভুক্তভোগীরা বলেন, প্রায় ২ মাস আগে উপজেলার তাদের গরুর শরীরে এই লাম্পী স্কীন রোগ দেখা যায় । এই রোগে আক্রান্ত গরুর শরীরে গুটি বের হয়ে শরীর ফুলে যায়, পচন ধরে ও রক্ত বের হয়। গরুর শরীরে জ্বর থাকে। গরু খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে গরু মারা যায়। বর্তমানে এই রোগটি উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ছে। এতে বেশ কয়েকজন কৃষকের আক্রান্ত গরু মারা যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা। তাই স্থানীয় কৃষকরা এখন আতংকে রয়েছেন।

উপজেলার পোড়াগাঁও ইনিয়নের পলাশীকুড়া গ্রামের ক্ষদ্র খামারি কৃষাণী মরিয়ম বেগম বলেন, আমার খামারে ১১টি গরু আছে। এরমধ্যে দেড় বছর বয়সী একটি ষাড় বাছুর লাম্পী স্কীন রোগে আক্রান্ত হয়েছে। এখনো সুস্থ হয়ে ওঠেনি। এখন পর্যন্ত তার প্রায় ৬ হাজার টাকার চিকিৎসা করা হয়েছে। এখন খামারের বাকী গরু গুলো নিয়ে খুব চিন্তায় আছি।

আন্ধারুপাড়া গ্রামের লালচাঁন মিয়ার ৩টি ষাঁড় গরু আক্রান্ত হলে চিকিৎসায় একটি সুস্থ্য হয়েছে আর বাকি দুই ষাঁড় গরুর চিকিৎসা চলছে। এছাড়া ওই এলাকার কৃষক রুহুল আমীনের ১টি, মুনসুর আলীর ১টি ও পলাশীকুড়া গ্রামের কৃষাণী আম্বিয়া খাতুনের ১টি গরুর চিকিৎসা চলছে। তাঁরা বলেন, এই লাম্পী স্কীন রোগ যেন আর না ছড়ায় তার জন্য দ্রুত আক্রান্ত এলাকার গবাদি পশুগুলোকে সরকারিভাবে ভ্যাকসিন প্রয়োগ করা দরকার।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফায়জুর রহমান বলেন, লাম্পী স্কীন রোগটি মাছির মাধ্যমে ছড়ায়। সরকারিভাবে এই রোগের পর্যাপ্ত ভ্যাকসিন নেই। তাই এই রোগে আক্রান্ত গবাদিপশুকে আলাদা করে মশারীর ভিতরে রাখতে হবে। পাশাপাশি আক্রান্ত হওয়ার আগেই নিজ উদ্যোগে বেসরকারি কোম্পানির ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এছাড়া অবস্থা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। তাহলে কৃষকের ক্ষতির সম্ভবনা কম।

 

শেয়ার