Top
সর্বশেষ

স্বামীর প্রাক্তন স্ত্রীর সঙ্গে জয়ার দ্বন্দ্ব!

১৩ মে, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ
স্বামীর প্রাক্তন স্ত্রীর সঙ্গে জয়ার দ্বন্দ্ব!
বিনোদন ডেস্ক :

প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ এবার দেখা যাবে বড়পর্দায়। আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’। সম্পর্কের এই গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান ও কৌশিক সেনকে। গতকাল শুক্রবার প্রকাশ্যে এল ট্রেলার।

ছবিতে কৌশিক সেনের চরিত্রের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জয়া হয়েছেন সেই চরিত্রের বর্তমান স্ত্রী। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়। তারপরই প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব শুরু হয়।

আগামী ২ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’। ছবিতে চূর্ণী, জয়া, কৌশিক ছাড়াও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও লিলি চক্রবর্তী।

শেয়ার