Top
সর্বশেষ

হাসপাতালে ভর্তি পরিচালক নন্দিতা রায়

১৩ মে, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ
হাসপাতালে ভর্তি পরিচালক নন্দিতা রায়
বিনোদন ডেস্ক :

হাসপাতালে ভর্তি টলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক নন্দিতা রায়। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সূত্রের বরাত দিয়ে বলছে, কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল তার। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভরতি করা হয়।

এদিকে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে নন্দিতা পরিচালিত ‘ফাটাফাটি’ । নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ছবির প্রিমিয়ারে নাকি উপস্থিত ছিলেন না নন্দিতা রায়।

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালকের কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। তার পরামর্শেই ভর্তি করা হয় হাসপাতালে। পরে জানা যায় ইনফ্লুয়েনঞ্জায় আক্রান্ত নন্দিতা রায়।

শোনা গেছে, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নন্দিতা রায়। এখন ভালো আছেন তিনি। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। প্রিয় পরিচালক-প্রযোজকের হাসপাতালে ভরতির খবর চিন্তিত অনুরাগীরা। নন্দিতা রায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

শেয়ার