Top
সর্বশেষ

মাদারগঞ্জে গরু চোর আটক

১৩ মে, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
মাদারগঞ্জে গরু চোর আটক
জামালপুর প্রতিনিধি : :

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরির ঘটনায় এক জন কে আটক করেছে এলাকা বাসী এসময় পালাতে গিয়ে নিহত হয়েছেন অপর এক চোর, পরে গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্যাক সহ গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটককৃত গরু চোর মুকুল (৩১) রাজশাহী জেলার তানোর উপজেলার জব্বার আলীর ছেলে। তবে মৃত চোর মোশাররফ (৪০) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বিনেন্দচী এলাকার অকুপ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে মাদারগঞ্জ উপজেলার মহিষ বাথান এলাকার মধ্যপাড়া গ্রামে মাসুদের বাড়ী ও মৃত ইস্কান্দারে বাড়ীতে চুরি করে পালিয়ে যাওয়া সময় এলাকা বাসী চুরির বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করলে একজন ঘটনাস্থলে মারা যায়। এসময় একজনকে আটক করে স্থানীরা। পরে ৯৯৯ এ কল দিয়ে চোরদের পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ঘটনা স্থল থেকে আহত অবস্থায় একজন ও নিহত এক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত চোরের অবস্থা ভালো না হওয়ায় তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

এবিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আটক চোরকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চোরের মামলা দায়ের হয়েছে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার