বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ১০ সদস্যের একটি কারিগরি টিম করেছে চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগ। ১০ সদস্যের এই কারিগরি টিম দুর্যোগ পূর্ব ও পরবর্তী সময়ে বিভিন্ন উপ-কেন্দ্রে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করবে। এছাড়া বিদ্যুৎ বিভাগ থেকেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী রেজাউল করিম এসব তথ্য জানান।
চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, সিত্রাংয়ের সময় বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম চট্টগ্রামের বিদ্যুৎ সেবা নিশ্চিত করেছিল বিদ্যুৎ বিতরণ বিভাগ। এবারও আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের বিদ্যুৎ বিতরণ বিভাগের কমিটি গঠণ করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিতরণ বিভাগের এসকেডা দপ্তরে কন্ট্রোল রুমে সার্বক্ষণিক তৎপর আছে কর্মীরা।
এদিকে ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে কক্সবাজার ও এর আশপাশের বিভিন্ন এলাকায় রোববার সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানায়।
পিডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখার কারণে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে রোববার (১৩ মে) বাংলাদেশের কক্সবাজারসহ অন্যান্য স্থানে আঘাত হানতে পারে। সেই সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। স্পষ্টতই দুর্যোগকালীন বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা নানাভাবে ব্যাহত হয়। ইতোমধ্যেই ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালির ২টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত ১১টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। এ সময় চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকবে। তবে পরবর্তীতে ঝড়ের পরিস্থিতি বিবেচনায় দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
‘এ ছাড়া বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণেও প্রায়শ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক লাইনে ডালপালাসহ গাছ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটে। এতে বৈদ্যুতিক লাইন ও পোল ক্ষতিগ্রস্ত হয়। ঘটে যান্ত্রিক ত্রুটি। সুতরাং এরকম বৈরি আবহাওয়ার মধ্যে গাছ সরানোসহ যান্ত্রিক ত্রুটি সারাতে কিছুটা সময় প্রয়োজন হয়। এই অবস্থায়ও বৈদ্যুতিক সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কারিগরি কর্মীরা সদা তৎপর আছেন।’
পিবিডি আরও বলেছে, বিদ্যুৎ প্রাণঘাতী। তাই বৈদ্যুতিক ছেঁড়া তারের সংস্পর্শ এড়িয়ে চলার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। ঝড় থেমে গেলেও আপনারা কোনোভাবেই ছেঁড়া তার সরাবেন না। বিদ্যুৎকর্মীরাই ছেঁড়া তারের ব্যাপারে ব্যবস্থা নেবেন। পাশাপাশি আপনাদেরকে বৈদ্যুতিক ছেঁড়া তার দেখামাত্র নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।