Top

ভুলেও যেসব উপাদান ব্যবহার করবেন না ত্বকে

১৪ মে, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
ভুলেও যেসব উপাদান ব্যবহার করবেন না ত্বকে
লাইফস্টাইল ডেস্ক :

সুন্দর ত্বক কে না চান। মসৃণ, কোমল ত্বক থেকে অনেকেই ভরসা রাখেন ঘরোয়া উপাদানে। তবে সব উপাদান কিন্তু ত্বকের জন্য ভালো নয়। অনেক উপাদান রয়েছে যা ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। এমন কিছু উপাদান সম্পর্কে চলুন জেনে নিই-

লেবুর রস

লেবুর রস কখনোই ত্বকে সরাসরি ব্যবহার করা উচিত নয়। এতে থাকে অ্যাসিড যা ত্বকের ক্ষতি করতে পারে। চাইলে অন্য কোনো উপাদানের সঙ্গে লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন।

বডি লোশন

অনেকেই এই ভুলটি করে থাকেন। দেহের জন্য তৈরি করা বডি লোশন কিন্তু কখনোই মুখের ত্বকের জন্য উপযুক্ত নয়। কারণ মুখের ত্বক খুব স্পর্শকাতর হয়ে থাকে। মুখ ও দেহের অন্যান্য অংশে ব্যবহারের জন্য আলাদা আলাদা ক্রিম, ময়েশ্চারাইজ, লোশন রয়েছে। যেটি যে স্থানে ব্যবহার করা উচিত, সেখানেই করুন।

পেট্রোলিয়াম জেলি

মুখের ত্বকে সাধারণত হালকা ধরনের ক্রিম বা ময়েশ্চারাইজার কিংবা লোশন ব্যবহার করা হয়। এসবের তুলনায় পেট্রোলিয়াম জেলি অনেক ভারী হয়ে থাকে। মুখে এই উপাদান ব্যবহার করলে ব্রণ বা র‍্যাশ সৃষ্টির আশঙ্কা থাকে। তাই, মুখে নয় বরং ঠোঁট ফেটে গেলে পেট্রোলিয়াম জেলি লাগান।

টুথপেস্ট

অনেকেই ভাবেন টুথপেস্ট দিয়ে নাকের পাশে থাকা ব্ল্যাকহেডস দূর করা যায়। এই ধারণা একদমই ঠিক নয়। উল্টো ত্বকে টুথপেস্ট লাগালে নানা সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে ব্রণ, র‍্যাশ, ত্বকে লালচেভাব দেখা দেওয়া, জ্বালাপোড়া ইত্যাদি উল্লেখযোগ্য।

এছাড়াও অনেকে মুখে জোরে পানির ঝাপটা দেন। এতেও চোখের ক্ষতি হতে পারে। মুখ কখনো তোয়ালে দিয়ে জোরে ঘষে মুছবেন না। এর প্রভাবও পড়ে ত্বকে। ক্রিম কিংবা স্ক্রাব, যা ই ম্যাসেজ করবেন তা করতে হবে আলতোভাবে।

শেয়ার