Top
সর্বশেষ

দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পরিচালক ও অভিনেত্রী

১৫ মে, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ
দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পরিচালক ও অভিনেত্রী
বিনোদন ডেস্ক :

ছবি নিয়ে বিতর্কের আবহে দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা। পরিচালক সুদীপ্ত সেন এবং অভিনেত্রী অদা শর্মা চলেছিলেন করিমনগরে হিন্দু একতা যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই পথ দুর্ঘটনার কবলে পড়েন দুজনে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের।

তবে এখন তারা দুজনেই ভালো আছেন। অদা সমাজমাধ্যমে লিখেছেন, ‘আমি ভালো আছি বন্ধুরা। অনেক অনেক মেসেজ পাচ্ছি, আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। এটুকুই বলতে পারি, আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোনো বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।’

অদার আগে দুর্ঘটনার আভাস দিয়েছিলেন পরিচালক নিজেই। সুদীপ্ত সমাজমাধ্যমে লেখেন, ‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে, এক জনসভায় যুবক-যুবতীদের ভিড়ে আমাদের ছবিটা নিয়ে কথা হত। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অত দূর। খুব খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।’

এদিকে, ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ১০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গেছে। নিষিদ্ধ ঘোষণা কিংবা শো বাতিলেও রোখা যায়নি এ ছবির দৌড়। বিতর্কের ঝড়ঝাপটার মধ্যেও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি।

 

শেয়ার