Top

পরিণীতি না রাঘব— কার টাকা বেশি

১৫ মে, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
পরিণীতি না রাঘব— কার টাকা বেশি
বিনোদন ডেস্ক :

শুরু হলো নতুন পথচলা। অবশেষে ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি চোপড়া। এতদিন প্রেম নিয়ে নীরব থাকলেও কতটা প্রেমে তিনি মজে আছেন— তা এখন সকলের মুখে মুখে।

রাজনীতি ও অভিনয় জগতের মেলবন্ধন৷ ইতোমধ্যেই দুই তারকার সম্পত্তির পরিমাণ নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। সম্পত্তির নিরিখে কে এগিয়ে— তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে, রাঘব চাড্ডা শুধু রাজনীতিবিদ নন। তিনি একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ তার মোট সম্পত্তির পরিমাণ ৫০ লাখ রুপি।

পরিণীতির হবু বর রাঘবের একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে। এ ছাড়া ৩৭ লাখ রুপির একটি নতুন গাড়ি কিনেছেন। ৯০ গ্রাম সোনার গয়না রয়েছে রাঘবের৷ যার বাজারমূল্য প্রায় ৪৯ লাখ পাঁচ হাজার রুপি।

অন্যদিকে পরিণীতি চোপড়ার সম্পত্তির পরিমাণ রাঘবের চেয়েও বেশি৷ জানা গেছে, পরিণীতির মোট ৬০ কোটি রুপি। সিনেমা ও বিজ্ঞাপন থেকে কোটি কোটি রুপি আয় করেন নায়িকা। মুম্বাইয়ের সমুদ্র সংলগ্ন একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। এ ছাড়াও একাধিক গাড়িও রয়েছে তার ৷

শেয়ার