Top
সর্বশেষ

চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু

১৫ মে, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু
চট্টগ্রাম প্রতিনিধি:: :

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরও। পাশাপাশি ক্ষয়ক্ষতি এড়াতে বহির্নোঙরে পাঠানো জাহাজগুলো সকালে ভিড়বে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গত রোববার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম। ঘূর্ণিঝড়ে বন্দরের কোথাও কোনো সমস্যা হয়নি। আবহাওয়া অফিস ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলায় বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে। সোমবার সকালে বহির্নোঙরে পাঠানো জাহাজগুলো বন্দর জেটিতে ভিড়তে শুরু করবে। এরপর সেগুলোর খালাস কার্যক্রম শুরু হবে।

এর আগে,গত শুক্রবার রাতে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা হিসেবে ‘অ্যালার্ট-৪’ জারি করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি বন্দরের নির্দেশনায় জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙ্গরে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সঙ্গে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য প্রভাব ও ক্ষয়ক্ষতি রোধে চারটি কন্ট্রোল রুম চালু করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

তার আগে ১২ মে বিকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বন্দরে ‘অ্যালার্ট-২’ জারি হয়েছিল। আবহাওয়া অফিসের দেয়া ৪ নম্বর সংকেতের প্রেক্ষিতে অভ্যন্তরীণভাবে এই সংকেত জারি করেছিল বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি বিকালে লাইটার জাহাজগুলোকে সদরঘাট থেকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়।

অপরদিকে, ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪৮ ঘন্টা পর সচল হতে যাচ্ছে কার্যক্রম। সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠা-নামা করবে।

গত রোববার রাতে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রেখেছিলাম। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে এবং রাত ১২ টার পর আমাদের কোন ফ্লাইট শিডিউল নেই, তাই আমরা সোমবার সকাল থেকে আমাদের সব কার্যক্রম শুরু করব।’

শেয়ার