Top
সর্বশেষ

এলপিজির দাম বেশি রাখায় ৫ দোকানকে জরিমানা

১৫ মে, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
এলপিজির দাম বেশি রাখায় ৫ দোকানকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি:: :

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে মহেশখালী এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় চট্টগ্রামে গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের এই সুযোগ কাজে লাগিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ৫ দোকানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার নগরীর লাভ লেন, এনায়েত বাজার ও গোলাম রসুল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘গ্যাসের সংকটকে কাজে লাগিয়ে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডেকেট করে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করছে। সাথে দাম বেড়েছে রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলার। গতকাল রাতেও আমরা অভিযান চালিয়েছে। আজ সোমবারও সকালে অভিযান চালানো হয় নগরীর বিভিন্ন এলাকায়।’

তিনি আরও বলেন, ‘এসময় কোতোয়ালীর লাভ লেনের হাবিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ে জে এস ট্রেডিংকে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরা গ্রাহক গেলে বলছে গ্যাস নেই, পরে আবার বেশি দামে সেই গ্যাস বিক্রি করছে। এরপর নগরীর গোলাম রসুল মার্কেটে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশি রাখায় দুটি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মার্কেট কমিটিসহ সকল দোকানদারদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার