Top
সর্বশেষ

ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে ফুটবল ডে উৎযাপন

১৫ মে, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে ফুটবল ডে উৎযাপন
নোয়াখালী প্রতিনিধিঃ :

শতাধিক ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে নানান আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে পালন করা হয়েছে দশম এএফসি গ্রাসরুট ফুটবল ডে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে সোমবার সকাল ১০ টায় এর উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।

দিনভর শতাধিক ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে একাধিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের হাতে সনদ তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সহ-সভাপতি শামসুল হাসান মিরন, সহ-সভাপতি আহসান উল্লাহ হুমায়ুন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসব সরকার সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় দলে নেতৃত্ব দেবে এমন প্রত্যাশা করি। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে। সে লক্ষ্যে সবাই এগিয়ে যাও। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তোমাদের সবসময় সার্বিক সহযোগিতা করা হবে।’

শেয়ার