Top

ঘরের বাতাস সতেজ রাখে যে সকল গাছ

১৬ মে, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ
ঘরের বাতাস সতেজ রাখে যে সকল গাছ
লাইফস্টাইল ডেস্ক :

ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। এর প্রভাব পড়ছে শরীরের ওপর। দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না ঘরবাড়িও। সুস্থ থাকতে নিজের পাশাপাশি ঘরও দূষণমুক্ত রাখা জরুরি। অনেকেই ঘরের বাতাস সতেজ রাখতে ‘এয়ার পিউরিফায়ার’ বা বাতাস পরিশোধক যন্ত্র ব্যবহার করেন। চাইলেই কিন্তু প্রাকৃতিক উপায়ে দ্রুত ঘরের বাতাস পরিষ্কার করে ফেলা যায়।

কিছু গাছ রয়েছে যা ঘরের বাতাস সতেজ করতে সাহায্য করে। এমন কিছু ইনডোর প্ল্যান্ট সম্পর্কে চলুন জেনে নিই-

ডেভিলস আইভি বা পথোস

এই গাছটিকে বেশিরভাগ মানুষ ‘মানিপ্ল্যান্ট’ নামে চেনেন। যেকোনো পরিবেশে এই গাছকে সহজে বাঁচানো যায়। লাগে না মাটিও। একটু পানি হলেই সহজে বাঁচে এই গাছ। ঘরের বাতাস সতেজ রাখতে ডেভিলস আইডি গাছ রাখুন। তবে এ গাছের পাতা কুকুর ও বিড়ালের জন্য বিষাক্ত। তাই বাড়িতে পোষ্য থাকলে তাদের দূরে রাখুন।

ইংলিশ আইভি

বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই বারান্দায় আইভি লতা ঝুলিয়ে দেন। ঠান্ডা আবহাওয়ার সারা বাড়ির দেওয়াল জুড়েই এই গাছ বাড়তে পারে। তবে আমাদের দেশে অতিরিক্ত গরমে তা পারে না। ঘরের ভেতরে সহজেই এই গাছ বড় করা যায়। কেবল প্রয়োজন একটু ঠান্ডা জায়গা। সরাসরি রোদে রাখলে এই গাছ নষ্ট হয়ে যেতে পারে। পোষ্যের জন্য এই গাছও বিষাক্ত। মানুষের ত্বকেও এই গাছের পাতার রস বেশি লাগলে সমস্যা হতে পারে।

অ্যানথুরিয়াম বা ফ্লেমিংগো

ঘরের যেকোনো জায়গায় রাখা যায় গাছটি। আলোতে থাকতে ভালোবাসে সে। সারাবছর লাল রঙের ফুল ফোটে। পিস লিলি-র মতো এর মাটিও একটু ভিজে রাখতে পারলে ভাল হয়। হালকা পরিবেশে গাছটি খুব ভালো বাঁচে। ঘরের বাতাস ভালো রাখে এটি। তবে মানিপ্ল্যান্টের মতোই কুকুর এবং বিড়ালের জন্য এই গাছের পাতাও বিষাক্ত। তাই এদের থেকে গাছ দূরে রাখুন। পাশাপাশি শিশুদের নাগালেরও বাইরে রাখুন।

শেয়ার