চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত শিক্ষক সমিতি ভবন রক্ষায় হুইল চেয়ারে বসে শত শত শিক্ষক নিয়ে মানববন্ধন করেছেন শিক্ষক নেতা মজিবুর রহমান।
বুধবার সকালে হাজীগঞ্জ বাজার ষ্টেশন রোডে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের সামনে এ মানববন্ধন করে শিক্ষকরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন চৌধুরী, শিক্ষক নেতা আহসান হাবিব ও বিল্লাল হোসেন।
বক্তব্যে তারা বলেন , ১৯৬৩ সালে হাজীগঞ্জ বাজারের ষ্টেশন রোডে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একটি ভবন প্রতিষ্ঠিত হয়ে। গেলো প্রায় ৬০ বছর ধরে সমিতির সকল কার্যক্রম এখানে হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে একটি কুচক্রি মহল এ ভবনটি দখলের পায়তারা করছে। সে ভবন রক্ষায় হাজীগঞ্জ উপজেলার শত শত শিক্ষক বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে একত্রিত হয়েছি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান অসুস্থ্য। তিনি অসুস্থ্য শরীরে হুইল চেয়ারে বসে শিক্ষকদের নিয়ে বৃষ্টিতে রাস্তায় মানববন্ধনে অংশ নিয়েছে। এ সময় তিনি বলেন, আমাদের প্রানের সংগঠন সমিতি ভবন রক্ষায় আমরা সব ধরনের আন্দোলন করতে প্রস্তুত রয়েছি।