কুড়িগ্রামের চিলমারীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য পেশ ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ ফলাফল ঘোষণা করা হয়।
জানা গেছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের ন্যায় চিলমারী উপজেলায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের জন্য পেশ ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগের জন্য দরখাস্থ আহবান করা হয়। এতে ইমাম পদে ২০ জন, মোয়াজ্জিন পদে ১৪ জন ও খাদেম পদে ৮ জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের আবেদনের ভিত্তিতে সোমবার সকালে চিলমারী মহিলা ডিগ্রি কলেজে ৩ পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইমাম পদে ১৭ জন, মোয়াজ্জিন পদে ১৪ জন ও খাদেম পদে ৮ জন মিলে মোট ৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই দিন বিকেলে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে গত মঙ্গলবার এক লিখিত বার্তায় ফলাফল প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
এতে ইমাম পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন মাওলানা মো. মামুনুর রশিদ। অপেক্ষমান রয়েছেন মাওলানা মো. আবু হারেছ মন্ডল ও মাওলানা মো. খাইরুল হুদা। মুয়াজ্জিন পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন মো. মিজানুর রহমান। অপেক্ষমান রয়েছেন মো. আশরাফুল ইসলাম ও মো. ইনামুল হক। খাদেম পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মো. শামিম মিয়া ও নাহিদ হাসান। অপেক্ষমান রয়েছেন মো. নুর আমিন এবং মো. জাকির হোসেন।