Top

উচিত কথা বলায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কঙ্গনা রণৌত

১৮ মে, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ
উচিত কথা বলায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কঙ্গনা রণৌত
বিনোদন ডেস্ক :

বরাবরই স্পষ্টবক্তা। তাই বেফাঁস কথা বলে বিতর্কে জড়াতেও কঙ্গনা রণৌতের জুড়ি মেলা ভার! সোজাসাপ্টা কথা বলার মাশুলও গুণতে হয় তাকে। বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকেন বলিউডের এই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। এমনকি কোটি কোটি টাকার কাজও খুঁইয়ে লোকসানের মুখেও পড়তে হয়েছে তাকে।

কঙ্গনা সম্প্রতি জানিয়েছেন, গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলার মাশুল গুনতে হয়েছে তাকে। হারিয়েছেন বিপুল অংকের বিজ্ঞাপনের কাজ। সম্প্রতি টুইটার কর্তা এলন মাস্কের প্রশংসা করেন তিনি। সমাজ মাধ্যমের পাতায় মাস্কের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন নায়িকা। যেখানে সাফ লেখা, আমার মন যা চাইবে আমি তাই বলব। এর জন্য যদি টাকা খোয়াতে হয়, তাহলেও পরোয়া করি না।

টুইটার কর্তার সাক্ষাৎকারের ওই অংশ শেয়ার করে ফের ঝাঁজিয়ে ওঠেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, এটাই আসল স্বাধীনতা, সাফল্য। হিন্দুত্বের জয়গান করায়, দেশদ্রোহী, টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলায় প্রায় ২০-২৫টি ব্র্যান্ডের বিজ্ঞাপনের চুক্তি হাতছাড়া হয়েছে। রাতারাতি আমাকে প্রোজেক্ট থেকে বের করে দেওয়া হয়েছে। যার জেরে ৩০-৪০ কোটি রুপি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাকে। তবে আমি স্বাধীনচেতা। যা চাইব সেটাই বলব।

এখানেই অবশ্য থামেননি কঙ্গনা। পাশাপাশি এ-ও যোগ করেন যে, বিশেষত এইসব মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিকেরা ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করে। এদের কিছু এজেন্ডা রয়েছে। ধনী ব্যক্তিদের অন্তত অর্থের কথা চিন্তা করা উচিত নয়।

শেয়ার