Top
সর্বশেষ

গলায় ফাঁসি দিয়ে দিনমজুরের আত্মহত্যা

২০ মে, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
গলায় ফাঁসি দিয়ে দিনমজুরের আত্মহত্যা
শেরপুর প্রতিনিধি: :

শেরপুরের নকলা উপজেলার সবুজ মিয়া (৫০) নামে এক দিনমজুর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বড় মোজার এলাকায় এ অপমৃত্যু ঘটে। তিনি উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ছোট মোজার এলাকার মৃত জহুরুল ইসলাম বিশুর ছেলে এবং ১ মেয়ে, ১ ছেলের জনক।

স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার ভোর রাতে কোন এক সময় পরিবারের অজান্তে সবুজ মিয়া বড় মোজার এলাকার আনসারের ভিটায় গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিক ভাবে তার আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

নকলা থানার এস আই পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

শেয়ার