Top
সর্বশেষ

শাহরুখকে দেখে মরতে চান ক্যানসারে আক্রান্ত শিবাণী

২১ মে, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
শাহরুখকে দেখে মরতে চান ক্যানসারে আক্রান্ত শিবাণী
বিনোদন ডেস্ক :

চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে। আর বেশিদিন নেই। তার আগে শাহরুখ খানকে একেবারে সামনে থেকে দেখতে চাই। নিজের হাতে রেঁধে খাওয়াব— কাতর আর্তি খড়দহের শিবাণী চক্রবর্তীর। ক্যানসারে আক্রান্ত ৬০ বছরের প্রবীণার। দশবার কেমোথেরাপি নিয়েছেন। শারীরিক শক্তি ক্রমশ কমে আসছে। কিন্তু তিনি যে বলিউড বাদশাহকে নিজের চোখে না দেখে কিছুতেই ছুটি নেবেন না!

মায়ের প্রতিদিনের লড়াই, শাহরুখ খানের প্রতি অগাধ ভালোবাসা ছোট থেকে দেখেছেন মেয়ে প্রিয়া। মায়ের শেষ ইচ্ছে পূরণ হোক, মনেপ্রাণে চাইছেন তিনিও। তার জন্য মায়ের একটি ভিডিও সামাজিক পাতায় প্রকাশ করেছেন তিনি। যাতে মায়ের ইচ্ছার কথা শাহরুখের কানে পৌঁছোয়। তিনি যেন সুবিবেচনা করেন।

শাহরুখ যেদিন থেকে অভিনয় শুরু করেছেন তখন থেকে শিবাণী তার অন্ধ ভক্ত। আক্রান্তের শোবার ঘরের দেওয়ালে নায়কের ছবিতে ছয়লাপ! নয়ের দশকের শেষ থেকে অভিনেতার প্রতিটি ছবির বিভিন্ন মুহূর্ত বন্দি করেছেন নানা ছবিতে। সেই ছবি আজও নিজের হাতে পরিষ্কার করেন! জানিয়েছেন, শুধু দেখেই তৃপ্ত হবেন না। নিজের হাতে বাঙালি খানা রেঁধেও খাওয়াবেন তাকে। তার বিশ্বাস, শাহরুখ খুব তৃপ্তি করেই তার হাতের রান্না খাবেন। কারণ, বলিউডের ‘বাদশাহ’ যে বাঙালিদের বড্ড ভালবাসেন! এ-ও আবিষ্কার করবেন, কী করে সবার শীর্ষে থেকেও মাটিতে পা তার! কী করে এতটাই বিনয়ী তিনি!

শিবাণী আরও জানিয়েছেন, যেদিন থেকে ক্রিকেটের দুনিয়ায় শাহরুখ সেদিন থেকে তিনিও টি-টোয়েন্টির ভক্ত। কেকেআর-এর প্রতিটি খেলা মন দিয়ে দেখেন। শুধুমাত্র শাহরুখের জন্য। তার প্রতিটি পদক্ষেপ অন্ধের মতো অনুসরণ করেন তিনি। সবসময়েই চোখে হারান।

শিবাণী সামাজিক পাতায় ভাইরাল। তার চাওয়া মনে পড়িয়ে দিয়েছে আরও এক প্রয়াত ক্যানসার আক্রান্তের কথা। ২০১৭ সালে অরুণা পিকে ক্যানসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন। শিবাণীরও আয়ু ফুরিয়ে এসেছে। শিরদাঁড়া বেঁকে গিয়েছে। হাঁটতে পারেন না। তবু তার অদম্য আশা, শাহরুখ তাকে ফেরাবেন না।

শেয়ার