Top
সর্বশেষ

‘পুষ্পা-টু’র গল্প ফাঁস!

২২ মে, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ
‘পুষ্পা-টু’র গল্প ফাঁস!
বিনোদন ডেস্ক :

‘পুষ্পা-টু’তে কি মৃত্যু হবে শ্রীভাল্লীর? ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে দানা বেঁধেছে রহস্য। কিছুদিন আগেই মুক্তি পায় ছবির পোস্টার। একদম অন্য অবতারে ধরা দিয়েছেন ছবির নায়ক আল্লু অর্জুন। ইতোমধ্যেই নির্মাতারা জানিয়েছেন, শুটিং চলছে বহু প্রতীক্ষিত এই ছবির৷ তবে কি ফাঁস হয়ে গেল গল্প?

ছবির দ্বিতীয় কিস্তিতে শ্রীভাল্লি রূপে রাশ্মিকা মানদানাকেই দেখা যাবে। এ কথা আগেই নিশ্চিত করেছেন নির্মাতারা। তবে, ছবিতে তার লুক নিয়ে বিশেষ কিছুই বলা হয়নি। সম্প্রতি, শুটিং সেট থেকে একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, শেষ সজ্জায় শুয়ে আছে মৃত এক নারী। ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, ওই নারী আসলে নায়িকা রাশমিকা। দৃশ্যটি ছবিটির কি না, তা স্পষ্ট নয়। তবে, ‘পুষ্পা’ ভক্তরা আশঙ্কা করছেন, ছবিতে হয়ত মারা যাবেন শ্রীভাল্লী।

শুধু রাশমিকা নয়, ‘পুষ্পা’র অন্য একটি জনপ্রিয় চরিত্রকে নিয়েও মৃত্যুর গুজব রটেছে৷ ছবির ঠান্ডা চাহনির সেই পুলিশ অফিসারকে নিশ্চয়ই মনে আছে? ইন্সপেক্টর ভানওয়ার শেখাওয়াত সিংয়ের চরিত্রে অভিনয় করছিলেন মালয়ালম অভিনেতা ফাহাদ ফসিল। পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের সঙ্গে যে তার জোর টক্কর হতে চলেছে, সেই আভাস ছিল প্রথম কিস্তিতেই। ভক্তদের ধারণা, ফাহাদের চরিত্রটিরও মৃত্যু হতে পারে এই ছবিতে।

শেয়ার