Top
সর্বশেষ

ওটিটি মাতাবেন সালমান খান

২৩ মে, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ
ওটিটি মাতাবেন সালমান খান
বিনোদন ডেস্ক :

বক্স অফিসে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি মুখ থুবরে পড়লেও বলিউড ভাইজানকে কে আটকায়! প্রতিদিনই নতুন নতুন চমক দিচ্ছেন কিং খান। কখনও তার হোটেল খোলার খবর তো, কখনও ওটিটির সঙ্গে পাঁচ বছরের গাঁটছড়া। তবে নতুন খবর হলো, সিনেমার পর্দার পর এবার সালমান আসতে চলেছেন ওয়েব সিরিজে! বলিউড সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

অ্যাকশন প্যাকড এক ওয়েব সিরিজে অভিনয় করবেন সালমান। ইতোমধ্যে নাকি এই সিরিজের চিত্রনাট্য পড়েছেন তিনি। পরিচালককে সবুজ সংকেতও দিয়েছেন। ‘টাইগার-থ্রি’ ছবির শেষ পর্যায়ের শুটিংয়ের পরেই নাকি এই সিরিজের শুটিং করবেন। তবে ঠিক কোথায়, কবে দেখা যাবে— তা নিয়ে এখনও কিছু খোলাসা করতে চাননি কেউই। শোনা যাচ্ছে, সালমানের প্রযোজনা সংস্থাই তৈরি করছে এই সিরিজ।

সম্প্রতি ইনস্টাগ্রামে সালমান নতুন একটি ছবি পোস্ট করেছেন। চোখে সানগ্লাস, বাইকে চড়ে তার এই লুক নজর কেড়েছে অনুরাগীদের। নেটিজেনরা মনে করছেন, এই লুক একেবারেই ‘টাইগার-থ্রি’ ছবির।

শেয়ার