Top

মাগুরায় বজ্রপাতে নিহত-অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

২৪ মে, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
মাগুরায় বজ্রপাতে নিহত-অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সম্প্রতি বজ্রপাতে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে বজ্রপাতে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে চেক ও ঢেউটিন বিতরন করা হয়।

সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বজ্রপাতে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক ও ঢেউটিন
বিতরন করেন।

সম্প্রতি বজ্রপাতে উপজেলার চরচৌগাছী গ্রামের শাহাদত আলী বিশ্বাস (৬০), নিজাম শেখ (৫৫) ও পার্শ্ববর্তী চৌগাছী গ্রামের মোহাম্মাদ আলী (৪৫) নামের ৩ কৃষক মারা যায়। তাদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। সেইসঙ্গে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৯ টি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিপি/এএস

শেয়ার