Top

শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

২৪ মে, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৩ মে বুধবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকদের নতুন নতুন লাভজনক ফসল চাষে আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হচ্ছেন।

বিপি/এএস

শেয়ার