প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মাগুরা আদালতে যুবলীগের মামলা। রাজশাহী বিএনপির সমাবেশ থেকে প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় মাগুরা প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট হুমায়ন কবীরের আদালতে আজ ডিজিটাল আইনে মামলা হয়েছে।
মাগুরা জেলার আওয়মী যুব লীগের আহবায়ক ফজলুর রহমান বাদী হয়ে বিঙ্গ আদালতে এই মামলাটি দাখিল করলে বিঙ্গ আদালত শুনানি শেষে মাগুরা থানার অসিকে এজাহার প্রদান করেছেন।
যার মামলা নম্বর মাগুরা ছিয়ার ৫৩৭/২৩ আজ বুধবার দুপুরে মাগুরা জেলা যুবলীগের আহবায়ক মো: ফজলুর রহমান বাদী হয়ে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো: আবু সাঈদ চাঁদকে আসামী করে বিঙ্গ আমলী আদালতে এ মামলাটি করেন।
বিজ্ঞ বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।বাদি পক্ষের আইনজীবী শাখারুল ইসলাম শাকিল জানান, প্রধান মন্ত্রীকে আসামী চাঁদ ১৯শে মে পুটিয়ায় স্কুল মাঠে জনসভায় বক্তৃতা দান কালে প্রধান মন্ত্রীকে প্রকাশ্যেহত্যার হুমকি প্রদান করেন ।হত্যার হুমকি দেয়ায় তারজীবন হানি ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। যার কারনে বাংলাদেশেরআওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীরা
আতংকের মধ্য রয়েছে। আসামীরউক্ত বক্তব্যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টিসহ নাশকতামুলক কর্মকান্ড ঘটতে পারে।
বিপি/এএস