Top
সর্বশেষ

মাদক-কাণ্ডে জড়ালো শাহিদ কাপুরের নাম!

২৫ মে, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
মাদক-কাণ্ডে জড়ালো শাহিদ কাপুরের নাম!
বিনোদন ডেস্ক :

মাদক-কাণ্ডে জড়িয়ে গেল শাহিদ কাপুরের নাম! আকাশ-কুসুম কিছু কল্পনা করার আগেই বলে রাখি বাস্তবে নয়, সিনেমার খাতিরে এই ঘটনা ঘটেছে। আর সেই সিনেমার ট্রেলার এসেছে প্রকাশ্যে।

পরিচালক আলি আব্বাস জাফরের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। তাতেই মাদক নিয়ে বাধে তুলকালাম কাণ্ড। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল কমল হাসানের তামিল ছবি ‘থুঙ্গ ভনাম’। এটি ছিল ফরাসি সিনেমা ‘স্লিমলেস নাইট’-এর রিমেক। তারই রিমেক নতুন এই সিনেমা। যেখানে মাদক ভর্তি ব্যাগ নিয়ে নানা ঘটনা ঘটতে থাকে।

ছবির ট্রেলারে রয়েছে ভরপুর অ্যাকশন। আর এই অ্যাকশনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারকোটিক্স অফিসার শাহিদ। তার কাছেই রয়েছে মাদকে ভরা ব্যাগ। যা পেতে মরিয়া মাদক কারবারি রণিত রায়, সঞ্জয় কাপুররা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডায়ানা পেন্টি, রাজীব খাণ্ডেলওয়াল। এ ছাড়াও দেখা যাবে অঙ্কুর ভাটিয়া, ভিভান ভাতেনা, জিশান কাদরি, মুকেশ ভাটকে।

সিনেমা হলে নয় জিও সিনেমায় মুক্তি পাচ্ছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’। জুন মাসের ৯ তারিখ থেকে দেখা যাবে অ্যাকশন থ্রিলার সিনেমাটি।

শেয়ার