Top
সর্বশেষ

শাহরুখকে নকল করতে গিয়ে বিপাকে অঙ্কুশ

২৫ মে, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ
শাহরুখকে নকল করতে গিয়ে বিপাকে অঙ্কুশ
বিনোদন ডেস্ক :

সম্প্রতি ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে গ্রিসে ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ। এরপর গিয়েছিলেন গিয়েছিলেন আইসল্যান্ডেও। ঘুরতে ঘুরতে তারা পৌঁছে গেলেন শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানের শুটিং স্পটে! সেখানে গিয়ে শাহরুখ সাজার শখ জাগল অভিনেতার। ভাঙা বিমানের ডানায় দাঁড়িয়ে শাহরুখের কায়দায় পোজও দিয়ে ফেললেন অঙ্কুশ। তারপরই ঘটল গণ্ডগোল। হঠাৎ ঐন্দ্রিলাকে ভিডিও বন্ধ করতে বললেন অঙ্কুশ। দুম করে কী হলো?

ঘটনাটা নিজেই জানিয়েছেন টলিউডের এই হ্যান্ডসাম নায়ক। ভিডিও দেখেও বোঝা গিয়েছে, অঙ্কুশের হাল। আসলে ওই শুটিং স্পটে এতটাই ঠান্ডা যে, অঙ্কুশ একেবারে কেঁপে অস্থির। তাই সামাজিক মাধ্যমে লিখলেন, দৃশ্য এ করম আর বাস্তবটা অন্যরকম!

শুটিংয়ের অবসরে ফাঁক পেলেই দেশ-বিদেশের ঘুরতে বেরিয়ে পড়েন টলিপাড়ার এই জুটি। এবার গিয়েছেন আইসল্যান্ডে। সেখানে গিয়েই ব্লু লেগুনে স্পা করালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দুই তারকাই নিজেদের সমাজ মাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন। দেখা গেল, নীল হ্রদের জলে শরীর ডুবিয়ে স্পার আমেজ নিচ্ছেন তারা। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

শেয়ার