Top
সর্বশেষ

শেরপুরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

২৫ মে, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
শেরপুরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি : :

শেরপুরে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের পাশে একটি ছোট ব্রীজের নিচ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের ৫’শত গজ উত্তর দিকে অবস্থিত একটি ছোট ব্রীজের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমদ বাদল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একই সাথে লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের পুলিশকে খবর দেয়া হয়েছে।

শেয়ার