Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২৫ মে, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি : :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা শাখা।

বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা কমিটির সভাপতি সভাপতি নাহিদ নূর আলোর সভাপতিত্বে ও সাংগঠনিক এসে এম মেহেদী হাসানের সঞ্চালনায় ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি হাবিবুন নেছা শাহিন, শরিফুল আনসারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ-উদ-দৌলা অর্নব, বঙ্গবন্ধু পরিষদের সদস্য জাফর আলী, তারিকুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখন মুক্তিযুদ্ধের বিপক্ষীয় শক্তি বিএনপির নেতা আবু সাইদ চাঁদ নামের কুলাঙ্গার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হুমকিদাতাকে প্রচলিত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মুক্তিযোদ্ধারা।

উল্লেখ যে, গত শুক্রবার(১৯ মে) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির একটি সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেন।

শেয়ার