Top
সর্বশেষ

হাফ প্যান্ট পরে মন্দিরে তরুণী, ক্ষুব্ধ কঙ্গনা

২৭ মে, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ
হাফ প্যান্ট পরে মন্দিরে তরুণী, ক্ষুব্ধ কঙ্গনা
বিনোদন ডেস্ক :

ছোট পোশাকে শিবমন্দিরে তরুণী। ছবি শেয়ার করে তাকে একহাত নিলেন কঙ্গনা রণৌত। ‘মূর্খ’ বলে করলেন চূড়ান্ত কটাক্ষ।

বক্স অফিসে বহুদিন সাফল্যের মুখ দেখেনি কঙ্গনার ছবি। গত বছর মুক্তি পাওয়া ‘ধাক্কড়’-ও মুখ থুবড়ে পড়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করতেই থাকেন কঙ্গনা। এবার এক তরুণীকে রীতিমতো তুলোধনা করলেন। তাও আবার ছবি শেয়ার করে।

ছবিটি হিমাচল প্রদেশে কাংড়া জেলায় অবস্থিত বৈজনাথ মন্দিরের। বলা হয়, হাজার বছরেরও বেশি পুরনো এই শিবমন্দির। সেখানেই হাফ প্যান্ট আর টপ পরে এক তরুণী গিয়েছিলেন। ছবি শেয়ার করে একজন লেখেন, এমনভাবে বৈজনাথ মন্দিরে গেছে যেন কোনো নাইটক্লাব। এমন মানুষদের মন্দিরে ঢুকতে দেওয়া উচিত নয়। প্রবলভাবে এর বিরোধিতা করছি। এতে যদি কারও মনে হয় আমার ছোট মন তাহলে তাই-ই হোক।

সেই টুইট শেয়ার করেই কঙ্গনা লেখেন, এ ধরনের পশ্চিমি পোশাক সাদাচামড়ার লোকজন তৈরি করেছে আর এর প্রচার করছে। আমি একবার শর্টস আর টি-শার্ট পরে ভ্যাটিকানে গিয়েছিলাম। আমাকে ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। হোটেলে গিয়ে পোশাক পাল্টাতে হয়েছিল। এই জোকাররা এমন খাপছাড়া বোকা বোকাভাবে কুঁড়েমি করে নাইটড্রেস পরে, আমার মনে হয় এদের কোনো ভাবনা-চিন্তার ক্ষমতা নেই, এই মূর্খদের জন্য কড়া নিয়ম হওয়া উচিত।

শেয়ার