Top

চিলমারীতে নদী ভরাট করে ‘বন্দর’ স্থাপনের দাবি

২৮ মে, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
চিলমারীতে নদী ভরাট করে ‘বন্দর’ স্থাপনের দাবি
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুরের তীর ভরাট করে নৌ বন্দর স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার রমনা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে শতাধিক নারী-পুরুষ সম্মিলিতভাবে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন।

বাস্তুহারা, ভূমিহীন ও অসহায় জনগণ ঐক্য পরিষদের উদ্যোগে ভিটে-বাড়ি অধিগ্রহন না করে নদী ভরাট করে বন্দর স্থাপনের দাবি জানান বক্তরা। মানববন্ধনে বক্তারা বলেন, তারা বহুবার নদী ভাঙ্গনের শিকার হয়ে বর্তমান স্থানে কোন রকমে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। চিলমারী বন্দরের জন্য তাদের শেষ সম্বল ভিটে বাড়ি টুকু অধিগ্রহন করা হলে তারা কোথায় যাবেন। তাই জমি অধিগ্রহণের পরিবর্তে ব্রহ্মপুত্র নদের তীর ভরাট করে চিলমারী নৌ বন্দর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাস্তহারা,ভূমিহীন ও অসহায় জনগণ ঐক্য পরিষদের সভাপতি মো. বাদশা আলমগীর, উপদেষ্টা একরামুল হক একরাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল হান্নান, সদস্য মো.আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

শেয়ার