Top
সর্বশেষ

সম্পত্তিগত বিরোধে বড় ভাইয়ের বসতঘরে ছোট ভাইয়ের হামলার অভিযোগ

২৯ মে, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
সম্পত্তিগত বিরোধে বড় ভাইয়ের বসতঘরে ছোট ভাইয়ের হামলার অভিযোগ
চাঁদপুর(হাজীগঞ্জ) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার হুমকি ও বসতঘরে হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে।

ঘটনা সূত্রে জানা যায়, পৌরসভার অর্থায়নে ওই বাড়ির পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মান করতে বরাদ্দ দেন। আর ড্রেন নির্মাণ করতে গিয়েই বাঁধা হয়ে দাঁড়ায় আপন ভাই খোকন ও তার পরিবারের লোকজন। সম্পত্তিগত বিরোধের কারনে ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন বড় ভাই মিজানুর রহমান, তাদের বৃদ্ধ মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। বর্তমানে চলাচলের পথে পানি জমে থাকায় চলাচল করতে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

এর আগেও সম্পত্তিগত বিরোধ নিয়ে চারজনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন বড় ভাই মিজানুর রহমান।

অভিযুক্তরা হলেন, খোকন (৪৫), মাসুদ (৩৫), রাবেয়া বেগম (৩৫) ও জোতি আক্তার ইমা।

বিরোধকৃত সম্পত্তির উপর অভিযুক্ত খোকন জোরপূর্বক বিল্ডিং নির্মান কাজের চেষ্টা করলে গেলো ১১ মে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারার বিধানমতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশক্রমে হাজীগঞ্জ থানার উপসহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ জারি করেন। নোটিশ পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গেলো শুক্রবার দিবাগত রাত ১টায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বসতঘর এবং সীমানা প্রাচীর কুপিয়ে থাকে অভিযুক্তরা। ওই সময় অভিযুক্তরা মিজানুর রহমানের বসতঘরে জোর পূর্বক প্রবেশ করে মিজানের স্ত্রী ও ছেলের বউকে মারধর করে বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদ গত শুক্রবার রাতে বসতঘরে মারধরের বিষয়টি অস্বীকার করেন। আরেক অভিযুক্ত খোকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কবির হোসেন কাজী জানান, পৌরসভার অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভাইদের মধ্যে বিরোধ থাকার কারনে কাজ বন্ধ। একাধিকবার নোটিশ করা হলেও উপস্থিত হয়নি কেউ।

শেয়ার