Top
সর্বশেষ

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

২৯ মে, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডে নুরুন্নাহার বেগম (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এদিকে এলাকাবাসীর বিক্ষোভের মুখে নিহতের স্বামী আবদুল কাদেরকে (২১) আটক করে থানার হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত নুরুন্নাহার বেগম পূর্ব কধুরখীল ১নং ওয়ার্ড সারেং বাড়ির রবিউল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, নুরুন্নাহারের সাথে আবদুল কাদেরের বিয়ে হয় দেড় বছর আগে। তাদের ঘরে আয়েসা সিদ্দীকা নামে ৬ মাসের এক কন্যা সন্তান রয়েছে। প্রতিবেশিরা জানান, কেন এ ঘটনা তারা কেউ জানেন না। তবে মাঝে মধ্যে স্বামী স্ত্রী শ্বাশুড়ির ঝগড়া হতো।

মৃত্যুর খবর পেয়ে নিহতের বাবার বাড়ির লোকেরা স্বামী ও শাশুড়িকে মারধর করলে পুলিশ এসে ওই দু’জনকে তাদের হেফাজতে নেয়। এসময় উত্তেজিত জনতা স্বামীকে ঘরের দরজা ভেঙে ফের বের করে আবার গণপিটুনি দিতে উদ্যত হলে এবং গ্রেপ্তারের দাবি জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য আবদুল করিম করিম বলেন, বিষয় রহস্যজনক। শাশুড়ি ও স্বামীর অত্যাচারে নুরুন্নাহার ফাঁসিতে ঝুলতে পারে কিংবা তারা তাকে মেরে ফাঁসির কাহিনী বানাচ্ছে।

জানতে চাইলে নিহতের শাশুড়ি বলেন, ছেলেকে বিয়ে দেওয়ার পর জানতে পারি বউমার মানসিক সমস্যা। সে নিজে নিজে ফাঁসিতে ঝুলেছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ। স্বামী আবদুল কাদেরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে নিয়মিত মামলা নেওয়া হবে।

শেয়ার