ফরিদগঞ্জে খেলার চলে পানিতে পড়ে ৩ বছরের শিশু তানজিনার মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের চৌমুকা এলাকার মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। তানজিনা মসজিদ বাড়ির তাজুল ইসলামের একমাত্র মেয়ে। জানা যায়, সকলের অগোচরে শিশু তানজিনা খেলার ছলে ঘরের পাশে থাকা পুকুরে পাড়ে যায় ।
এ সময় তানজিনা পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরের পানিতে নেমে খুঁজলে তাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাজজিনাকে মৃত ঘোষণা করেন।