Top
সর্বশেষ

নতুন বাসায় যাওয়া হলোনা স্বামী-স্ত্রীর,লরির ধাক্কায় নিহত-৩

০১ জুন, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
নতুন বাসায় যাওয়া হলোনা স্বামী-স্ত্রীর,লরির ধাক্কায় নিহত-৩
ফেনী প্রতিনিধি :

ফেনীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকার কাজির দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার সুবারামপুর এলাকার মো. শিমুল (৩০), তাঁর স্ত্রী ইয়াসমিন (২০) এবং পিকআপ ভ্যানচালক আবু সাঈদ (২৯)। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। নিহত ব্যক্তিদের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মো. শিমুল পেশায় একজন অটোরিক্সাচালক ছিলেন। গত বুধবার রাতে শিমুল–ইয়াসমিন দম্পতি পিকআপ ভ্যানে করে বাসার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে ফেনী সদর উপজেলার কসকার কাজির দিঘী নামক স্থানে এসে পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে শিমুল, ইয়াসমিন ও পিকআপচালক আবু সাঈদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় পিকআপে থাকা শিমুলের শ্বশুর দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপচালকের সহকারী মো. সাগর (২২) আহত হন। তাঁদের দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার