Top
সর্বশেষ

জামালপুর দুপ্রকের সভাপতি জাহাঙ্গীর সেলিম সাধারণ সম্পাদক লিখন

০১ জুন, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
জামালপুর দুপ্রকের সভাপতি জাহাঙ্গীর সেলিম সাধারণ সম্পাদক লিখন
জামালপুর প্রতিনিধি : :

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর সেলিমকে সভাপতি এবং মুখলেছুর রহমান লিখনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত বুধবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এসময় দুদকের তিনজন সহকারী পরিচালক যথাক্রমে মোঃ রুহুল আমিন, অনিক বড়ুয়া বাবু ও মোঃ জাহেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভপতি অ্যাডভোকেট শামীম আরা, সাযযাদ আনসারী, সদস্য যথাক্রমে শামীমা খান, মনোয়ারা খানম, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, আশরাফুজ্জামান স্বাধীন, আরজু মিয়া, সানোয়ারুল ইসলাম, অনামিকা সাইয়েদ, দিলশাদ বেগম শর্মী।

দুদকের কাছে তালিকা উপস্থাপনের পর তা অনুমোদন হলে কমিটি নতুন আঙ্গিকে কাজ শুরু করবে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান করতে নবনির্বাচিত কমিটি নবউদ্যোমে কাজ করার অঙ্গীকার করে।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ ৭৩ বছর বয়স হয়ে যাওয়ার কারণে দুদকের নীতিমালা অনুযায়ী দুপ্রকের সদস্য হিসেবে কেউ থাকতে পারবে না। এ শর্ত অনুযায়ী জেলা দুপ্রকের সদস্যপদ বাতিল হয়ে যায় সাবেক সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের।

এর আগে আগামী ৬ জুন জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য গণশুনাণী কার্যক্রম সফল করতে আলোচনা করা হয়। এতে অনুষ্ঠানে ব্যপক লোকসমাগমের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অধিকসংখ্যক অভিযোগ সংগ্রহের আহ্বান জানানো হয়।

শেয়ার