Top
সর্বশেষ

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

০১ জুন, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
শেরপুর জেলা প্রতিনিধি :

‘টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’-প্রতিপাদ্যে শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। ১ জুন বৃহস্পতিবার জেলা এ উপলক্ষে দুপুরে জেলা প্রাণী সম্পদ কার্যালয় মিলনায়তনে র‍্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার কৃষিবিদ ফখরুল জামান জুয়েল বিপিএম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: আহসানুল হাবিব হিমেল, ভেটেনারী অফিসার হেলেনা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনের জন্যে প্রয়োজন নিরাপদ প্রাণিজ আমিষ। প্রাণিসম্পদ বিভাগ নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে শেরপুর জেলায় ক্রমশ দুধের উৎপাদন বৃদ্ধি পেয়ে দুগ্ধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।

দুধ পানের অভ্যাস গড়ে তুলতে অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষার্থীদের দুধ পান করানো হয়। জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে দুধ পান কর্মসূচী বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত শিশু চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাগণ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়াসহ বিভিন্ন এলাকার খামারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার