আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা করেছে কবিরহাট থানা পুলিশ। সভায় পশু (কোরবানির গরু-ছাগল) চুরি রোধে জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসানো ও রাত ১০ টার পর কবিরহাটে পশুবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
গত রবিবার সন্ধ্যায় কবিরহাট থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, কবিরহাট পৌরসভার মেয়র মোঃ জহিরুল হক রায়হান সহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।
সভায় গত রবিবার থেকে কবিরহাট উপজেলা এলাকায় রাত ১০ টার পর থেকে পশুবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সন্দেহভাজন কোন পশুবাহী যানবাহন আটক করা হলে উপযুক্ত প্রমাণ ছাড়া যেতে না দেয়া, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য ও গ্রাম পুলিশ এবং কবিরহাট থানা পুলিশ এর সমন্বয়ে টিম গঠন করে রাত্রিকালীন বিশেষ টহল চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত ও নেয়া হয়।