অপহরণ ও গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মজনু মিয়াকে দীর্ঘ তের বছর আত্মগোপনে থাকার পর ব্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গত রোববার বিকেলে তাকে র্যাব-১এর সহযোগীতায় ঢাকার তুরাগ থানার ধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালে লালমনিহাট জেলার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় প্রদানের পর থেকে মজনু মিয়া ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে অবস্থায় নেয়। বিষটি র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা জানতে পেরে তাকে গ্রেফতারের জন্য মাঠে নামে।
পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান জানতে পেরে র্যাব-১ এর সহযোগীতায় ঢাকার তুরাগ থানাধীন ধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে পলাতক মজনু মিয়াকে গ্রেফতার করে। তার বাড়ি লালমনিহাট জেলার চিনিপাড়া এলাকায়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছে।