Top
সর্বশেষ

সুদের টাকা আদায়ে যুবককে গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ

০৬ জুন, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
সুদের টাকা আদায়ে যুবককে গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ
শেরপুর প্রতিনিধি: :

শেরপুরে সুদের টাকা আদায়ের জন্য সাইফুল ইসলাম নামে এক যুবককে গাছের সাথে বেধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে। সদর উপজেলার চক আন্ধারিয়া পশ্চিমপাড়ায় গত সোমবার দুপুরে পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নির্যাতনের শিকার সাইফুল ইসলাম সদর উপজেলার চকআন্ধারিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে।

নির্যাতিত যুবক ও পুলিশসূত্র জানায়, উপজেলার কামারিয়া ইউনিয়নের চক আন্ধারিয়া পশ্চিমপাড়ার মোহাম্মদ মধু মিয়ার ছেলে আব্দুল মালেক পাশ্ববর্তী কৃষি শ্রমিক সাইফুল ইসলামকে চারমাস আগে চড়া সুদে ৬ হাজর টাকা ঋণ দেয়। পরে আসল টাকা পরিশোধ করলেও মালেক সুদের টাকার জন্য সাইফুলকে চাপ দেয়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত রোববার মধ্য রাতে সাইফুলকে মালেক ও অপর দুই সহযোগী বাড়ি থেকে তুলে নিয়ে গাছের সাথে বেধে রাতভর নির্যাতন করে। গত সোমবার দুপুরে পুলিশ গিয়ে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পুলিশ দায়ী ব্যক্তিদের আটকের চেষ্টা করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

শেয়ার