নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর-চৌমুহনী চৌরাস্তা সড়কের চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির ট্রাক চাপায় ছিদ্দিক উল্যাহ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর ট্রাকটি স্থানীয় লোকজন আটক করতে পারলেও পালিয়ে যায় চালক ও তার সহকারি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক উল্যাহ চৌমুহনী পৌরসভার মধ্য নাজিরপুর এলাকার ছায়েদুল হকের ছেলে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে চৌরাস্তা থেকে নাজিরপুর নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করেন ছিদ্দিক উল্যাহ। চৌরাস্তা এলাকা দিয়ে সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় মাইজদী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ছিদ্দিক উল্যাহকে চাপা দিলে চাকায়পিষ্ট ঘটনাস্থলে নিহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসলে ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক ও সহকারি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।