Top
সর্বশেষ

নোয়াখালীতে বেড়ে গেছে লোডশেডিং, জন ভোগান্তি চরমে

০৭ জুন, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
নোয়াখালীতে বেড়ে গেছে লোডশেডিং, জন ভোগান্তি চরমে
নোয়াখালী প্রতিনিধিঃ :

প্রচন্ড গরমে হাঁসফাঁস খাচ্ছে নোয়াখালীর ৯ টি উপজেলার মানুষ, অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। গ্রাম-গঞ্জে দিনে রাতে ৪ থেকে ৫ ঘন্টার বা কখনও তারও কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন গ্রাহকরা এমন অভিযোগ অনেকের। কিছুক্ষণ পর পর লোডশেডিং এর ফলে নষ্ট হচ্ছে বিদ্যুৎ চালিত জিনিস-পত্র, বিদ্যুৎচালিত কল কারখানার যান্ত্রপাতি-মেশিন। হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগির সংখ্যা। বিদ্যুৎ বিভাগ বলছে ঘন-ঘন লোডশেডিং এর কারনে দিনে রাতে বিদ্যুতের চাহিদা একই রকম হয়ে গেছে। তবে গ্রাহকদের চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ পাওয়ায় লোডশেডিং অনেক বেড়েছে।

খবর নিয়ে জানা গেছে, জেলার পৌর এলাকাগুলোর প্রায় ৭০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সে হিসেবে জেলায় পিডিবির ৭০ হাজার গ্রাহকের জন্য দিনে এবং রাতে বিদ্যুতের চাহিদা রয়েছে ৩০ মেগাওয়াট। কিন্তু চাহিদা পরিমাণ বা অর্ধেকেরও কম সরবরাহ পাওয়ায় দিনে রাতে মিলে প্রায় ১২-১৩ ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে। প্রতি আধা থেকে এক ঘন্টা পর-পর হচ্ছে এক থেকে দুই ঘন্টার লোডশেডিং। ভয়াবহ অবস্থা পল্লী বিদ্যুতের, দিনে রাতে মিলে ৫ ঘন্টা বা তারও কম বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা।

মাইজদী হাসপাতাল সড়কে বেসরকারি হাসপাতালে কর্মরত মাহবুবুর রহমান নামের এক কর্মকর্তা বলেন, হাসপাতালে বিদ্যুতের প্রয়োজনটা সবচেয়ে বেশি। সিটিস্ক্যান, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন মেশিন বিদ্যুৎ দিয়ে চালাতে হয়। সিটিস্ক্যান মেশিন বিদ্যুৎ ছাড়া চালানো সম্ভব না। সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতালে রোগিদের ভিড় থাকে, কিন্তু বিদ্যুতের অতিমাত্রায় লোডশেডিং এর কারণে রোগিদের পরীক্ষা নিরিক্ষাগুলো সময় মতো করা যাচ্ছে না। মঙ্গলবার সকাল ১০টা থেকে গড়ে দেড় ঘন্টার মতো বিদ্যুৎ ছিলো। সবশেষ দুপুর দেড়টা দিকে লোডশেডিং হয়ে ২টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। গত এক সপ্তাহে হাসপাতালের বিভিন্ন মেশিনের সাথে ব্যবহৃত ইউপিএস মেশিন সহ বেশ কিছু যন্ত্রপাতি আমাদের নষ্ট হয়েছে, যেগুরো মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট এলাকার বাসিন্দা ফিরোজা আক্তার জানান, সোমবার সন্ধ্যার পর একটু বাতাস হয় এরপর রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। পরবর্তীতে সারারাতে একবারের জন্যও বিদ্যুৎ আসেনি। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিদ্যুৎ আসলেও আধা ঘন্টা থাকার পর পুনঃরায় চলে যায়। প্রচন্ড গরমে আমার দুই চেলে ঘেমে সকাল থেকে তাদের কাশি হচ্ছে। এভাবে চলতে থাকলে শিশুদের পাশাপাশি বয়স্করাও অসুস্থ হয়ে পড়বে।

সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা এলাকার আবদুল বারী বাবলু জানান, সোমবার সারারাত বিদ্যুৎ ছিলো না। ভোর ৩টার দিকে আসার পর ঘন্টা খানেক ছিলো, এরপর আবারও চলে যায়। এরপর সকাল ৭টায় এসে আধা ঘন্টা, ১০টায় এসে আধা ঘন্ট এবং সবশেষ টানা লোডশেডিং দুপুুর ২টা পর্যন্ত বিদ্যুৎ আর আসেনি।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গরমের কারণে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে জ্বর, কাশি সহ ঠান্ডা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে রোগি বেড়েছে। বর্তমানে শিশু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডা জনিত সমস্যা নিয়ে প্রায় অর্ধশতাধিক রোগি ভর্তি রয়েছে।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলেন, পিডিবিতে আমাদের ৭০হাজার গ্রাহকের প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে ৩০ মেগা ওয়াট। কিন্তু এ চাহিদার বিপরীতে আমরা প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি মাত্র ১০ থেকে ১২ মেগা ওয়াট, যা চাহিদার তুলনায় অর্ধেকেরও কম। অতিরিক্ত লোডশেডিং এর কারণে দিনে রাতে বিদ্যুতের চাহিদা সমান হয়ে গেছে। বিশেষ করে গরমে গ্রাহকদের চাহিদা কয়েকগুন বেড়ে যায়।

পল্লী বিদ্যুৎ নোয়াখালীর জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে ৭লাখ ৩২হাজার প্রায়। বিদ্যুতের চাহিদা দিনের বেলায় ১৮০ মেগাওয়াট যার বিপরীতে সরবরাহ পাওয়া যায় মাত্র ৯০ মেগা ওয়াট। রাতে ১৪০ মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। আমরা চাহিদার ৫০ভাগের মতো সরবরাহ পাওয়ায় লোডশেডিং বেড়েছে কয়েকগুন। গ্রামে লোডশেডিংয়ের মাত্রা তুলনা মূলক বেশি, সরবরাহ পাওয়ার ভিত্তিতে গ্রাহকদের লাইন বুঝে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

শেয়ার