Top
সর্বশেষ

সাব রেজিষ্ট্রার অফিসকে ঘুষ-দুর্নীতি মুক্ত করতে শপথ

০৭ জুন, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
সাব রেজিষ্ট্রার অফিসকে ঘুষ-দুর্নীতি মুক্ত করতে শপথ
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা সদর সাব রেজিষ্ট্রার অফিসকে দুর্নীতি মুক্ত করতে স্ট্যাম্প ভেন্ডার, দলিল লেখক ও নকল নবিশদের হাত তুলে শপথ করালেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

গত মঙ্গলবার দুপরে সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও নকল নবিশ সমিতির আয়োজনে নবাগত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুকে সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শপথ করান। দলিল লেখক আছাদুজ্জামান কালামের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলালীগের সভাপতি সামছুন্নাহার কামাল, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী, কৃষিকলীগের সভাপতি আব্দুল কাদের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছানুয়ার হোসেন ছানু তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা দেশে দুর্নীতি বন্ধে কাজ করে যাচ্ছে। আমরা তারই সৈনিক হয়ে শেরপুরে দুর্নীতি বন্ধে, চাঁদাবাজি বন্ধে কাজ করে যাচ্ছি। শেরপুরের একটি মহল এই সাব রেজিষ্ট্রার অফিসে ঘুষ-দুর্নীতি ও চাঁদাবাজি করে যাচ্ছে। আজ থেকে সেই ঘুষ-দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ। এসময় উপস্থিত দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও নকল নবিশরা ছানুয়ার হোসেন ছানুর সাথে হাত তুলে শপথ করেন তারা।

অনুষ্ঠানের প্রধান বক্তা হুমায়ুন কবির রুমান তার বক্তব্যে বলেন, এই সাব রেজিষ্ট্রার অফিস এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে সাব রেজিষ্ট্রার মিষ্টির বাক্স, জুতার বাক্স আর আলিশান হোটেলে খাবারের বাক্সের মধ্যে ঘুষের টাকা নেন। এছাড়া এখানে যারা বিভিন্ন কাজে ঘুষ নেন তাদের এ ঘুষ নেয়া বন্ধ করার অঙ্গিকার করান। সেই সাথে এখানের সকল চাঁদাবাজি বন্ধ ঘোষনা করেন।

এসব অভিযোগের বিষয়ে সাব রেজিষ্ট্রার আবুল কাশেম বলেন, এ ধরনের টাকা-পয়সার লেনদেন ও কর্মকান্ড আমার এখানে হয় না। দলিলের নির্ধারিত সরকারী ফি কেরানির মাধ্যমে রিসিট কেটে নেয়া হয়। তাই ঘুষ বা অন্য কোন অনিয়মের সুযোগ নেই।

 

শেয়ার