Top
সর্বশেষ

চাটখিলে প্রচন্ড তাপদাহে জ্ঞান হারালেন দুই শিক্ষার্থী

০৭ জুন, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
চাটখিলে প্রচন্ড তাপদাহে জ্ঞান হারালেন দুই শিক্ষার্থী
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীর চাটখিলে প্রচন্ড গরমে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন। গুরুতর অবস্থায় তাদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা হলেন উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা সুলতানা ও একই স্কুলের ব্যবসায়িক শিক্ষা বিভাগের নবম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।

ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন জানান, সকালে অন্যান্য শিক্ষার্থীদের সাথে স্কুলে মধ্যবর্ষ পরীক্ষা দিতে আসেন ওই দুই শিক্ষার্থী। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নবম ও দশম উভয় শ্রেণীতেই আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। তারা দুজনেই পরীক্ষা চলাকালীন সুস্থ ও স্বাভাবিক ছিল। পরীক্ষা শেষে বাড়ি যাবার সময় আনুমানিক দেড়টায় গরমে জ্ঞান হারিয়ে ফেলেন তারা। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় সহপাঠীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দিয়ে দেন। স্কুল থেকে তাদের দেখাশোনার জন্য ২ জন শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে দু’জনই আগে থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এবং একাধিকবার চিকিৎসাও নিয়েছেন।

প্রচন্ড গরমে ওই দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন বলে জানান চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ। তিনি বলেন, বর্তমানে তারা আশংকামুক্ত আছেন।

শেয়ার