Top
সর্বশেষ

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের

১০ জুন, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের
শেরপুর প্রতিনিধি: :

শেরপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় রবিন মিয়া(২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলার শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।রবিন উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে।সে ঢাকা বাংলা কলেজের রসায়ন বিভাবের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

পারিবারিক সূত্র জানায়, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। গত শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার পথে শ্রীবরদী উত্তর বাজারে অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর জানার পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জেনে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার