Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চরলামছি জমি দখলের চেষ্টার থানায় জিডি

১০ জুন, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
চরলামছি জমি দখলের চেষ্টার থানায় জিডি
লক্ষ্মীপুর প্রতিনিধি: :

লক্ষ্মীপুর চররুহিতা ইউনিয়নে বিভিন্ন ধরণের অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলার এবং বসতবাড়ি থেকে উচ্ছেদ করে বহুতল ভবন নির্মাণ করার চেষ্টা আবু তাহের গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের জীবন বেপারী নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শবিবার ৪ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর মডেল থানায় লিখিত একটি সাধারণ ডায়েরি দিয়েছেন ভুক্তভোগী আব্দুর ছাত্তার।অভিযুক্ত ব্যক্তিরা হলেন চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের জীবন ব্যাপারী বাড়ির আব্দুল মুনাফের ছেলে আবু তাহের, তাজুল ইসলাম, আবুল কাশেম। একেই বাড়ির আব্দুল মাবুদের ছেলে আবুল খায়েরসহ অজ্ঞাতনামা ৪-৫ জন।

তবে অভিযোগ অস্বীকার করে আবু তাহের বলেন, ‘জমি দখলচেষ্টার প্রশ্নই ওঠে না। আমাদের জমিতে ভবন নির্মান করি, জমি আমাদের, আমরা তাকে দয়াকরে থাকতে দিছি,তারা কোন জমিপাবে না। ওই জমি যিনি নিজের দাবি করছেন, তাঁর কাগজপত্র থাকলে তিনি দেখাবেন। অযথাই আমাদের নামে অভিযোগ তোলা হচ্ছে।’

ভুক্তভোগী আব্দুর ছাত্তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চরলামছি মৌজার ১১১ নং খতিয়ান ভুক্ত ৭৮২ দাগের আন্দরে ১০ শতাংশ ভূমি, ১১২ নং খতিয়ানভুক্ত ৭৮২ নং দাগে ১০ শতাংশ ১২৩ নং খতিয়ান ভুক্ত ৬১৯ নং দাগে ৩ শতাংশ সম্পক্তি জমাখারিজ খতিয়ান ৮৬৯ নং খতিয়ান ভুক্ত ৯৬১, ৯৬২, ও ৯৬৩ নং দাগে মোট ২৩ শতাংশ জমির মালিক রয়েছে তাদের ।

জমির মালিক, আব্দুল মান্নান, মুরাদ হোসেন জানিয়েছেন, শুক্রবার সকালে ৭-৮ জনের শ্রমিক নিয়ে ঘর বাড়ি উচ্ছেদ, এবং গাছপালা কেটে ফেলার চেষ্টা চালায় এবং বহুতল ভবন নির্মাণ করার জন্য চেষ্টা চালায়। পরে থানা থেকে পুলিশ এসে সকল নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।

আবুতাহের গংরা নিয়ে শাহজাদা কবিরদের জমির লাউয়ের মাচা ভেঙে ফেলেন এবং কাঁঠালগাছসহ বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলেন। গত দুই-তিন দিন ধরে তারা আমাদের পৈতৃক এবং ক্রয়সূত্র সম্পত্তি নিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছে তাজল ইসলাম, আবুল কাশেম গংরা। এর মধ্যে জমিতে আসলে বা নিমার্ণ কাজে বাধা দিলে আমাদের মারধরের হুমকিও দেওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।’

শনিবার এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানিয়েছেন, ঘটনার স্থানে পুলিশ প্রেরণ করে নির্মান কাজ বন্ধ করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি নেয়া হয়েছে ।

শেয়ার