নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিয়া থানার পুলিশ। মৃত জোৎস্না বেগম (৩২) উপজেলা চরকিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ মিরাজ উদ্দিনের স্ত্রী। গত শনিবার ভোর ৫ টার সময় পাশের ঘরের মনোয়ারা বেগম হাঁটতে গেলে জোৎস্না বেগমকে বাড়ির সামনে বাগানে কাঠ গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখলে চিৎকার করলে এলাকার লোকজন এসে জড় হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাঈম উদ্দীন কে জানান।
প্রাথমিকভাবে থানা সূত্রে জানা যায়, চরকিং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাঈম উদ্দীন ফোন করে হাতিয়া থানায় বিষয়টি জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন, সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন ।
পরিবারের লোকজন বলেন জোৎস্না বেগম বহুদিনের মানসিক সমস্যার রুগী। সে গত শুক্রবার বিকেল চার ঘটিকার সময়, ঘরের কাজকর্ম করে ঘর থেকে বের হয়ে যায় ,আর ঘরে আসেনি। সরজমিনে গিয়ে জানা যায় মৃত গৃহবধূ জোৎস্না বেগমের এক ছেলে ও ছোট ছোট তিন মেয়েকে দেখা যায়, কিন্তু জোৎস্না বেগমের স্বামী মিরাজ উদ্দিনকে পাওয়া যায় নি। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।