Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

১১ জুন, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ
চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. মঞ্জুর আলম (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

মঞ্জুর আলম কক্সবাজারের টেকনাফ থানার উত্তর শীলখালী এলাকার মো. মোতালেবের ছেলে। টেকনাফ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে ছিলেন।

ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, গত ১৯ মে চিকিৎসার জন্য মঞ্জুর আলমকে কক্সবাজার জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। এর মধ্যে তাকে দুবার চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতে তাকে পুনরায় চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার