Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

পাহাড় কেটে যারা প্রকৃতি ধ্বংস করে তাদের শাস্তি যাবজ্জীবন হওয়া উচিত : চসিক মেয়র

১১ জুন, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
পাহাড় কেটে যারা প্রকৃতি ধ্বংস করে তাদের শাস্তি যাবজ্জীবন হওয়া উচিত : চসিক মেয়র
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, পাহাড় কেটে যারা প্রকৃতি ধ্বংস করে তাদের শাস্তি যাবজ্জীবন হওয়া উচিত। চলমান আইনে দুই-চার-পাঁচ লাখ টাকা যে জরিমানা করা হয় ভূমিদস্যদের এতে কিছু যায় আসে না।

রবিবার হোটেল সৈকতে ‘চট্টগ্রাম মহানগরীর পাহাড় কাটা রোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চসিক মেয়র। এ সময় সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা রিজওয়ানা হাসানসহ পরিবেশ আন্দোলনের বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়ব বলেন, বিদেশে দেখা যায় পাহাড় পাহাড়ের মতই রয়েছে। স্থাপনা নির্মাণ হয়, রাস্তা করা হয় পাহাড় সুরক্ষা দিয়ে। আর এখানে পাহাড় করা হয় নির্বিচারে। আমাকে জনবল দিন, আমরা সম্মিলিতভাবে পাহাড় কাটা রোধ করবো।

তিনি আরও বলেন, এখনই ব্যবস্থা গ্রহণ করলে চট্টগ্রামের যে রূপ এখনও অক্ষত রয়েছে তা হারাবে না।

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, হাত কাটার বিষয়টি নিয়ন্ত্রণ এখন সিডিএ’র হাতে নেই। বিষয়টি এখন সম্পূর্ণ পরিবেশ অধিদপ্তর দেখেন। তবে পাহাড় কাটা রোধে গৃহীত সকল পদক্ষেপের সাথে আমরা সব সময় থাকবো।

বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা হাসান বলেন, ১৯৭৬ সালে চট্টগ্রামে ৩২ দশমিক ৩৭ বর্গ কিলোমিটার পাহাড় ছিল। ২০০৮ সালে তা কমে ১৪ দশমিক দুই বর্গ কিলোমিটারে নেমে আসে। চট্টগ্রাম নগরীর যা পাহাড় কাটা হয়েছে তার হিসেব অনুযায়ী ৭৪ শতাংশ পাহাড় শুধু পাঁচলাইশ মৌজাতেই কাটা হয়েছে।

সরকারের বিভিন্ন সময়ে জারি হওয়া আদেশ উল্লেখ করে তিনি বলেন, ১৯৮৩ সালে সরকারি আদেশ ছিল-চট্টগ্রামের কোথাও কোন পাহাড় কাটা যাবে না। ২০০৭ সালে প্রজ্ঞাপন জারি হয়েছিল- ‘জাতীয় বিশেষ গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া পাহাড় কাটা যাবে না।’উচ্চ আদালত ২০১২ সালের ১৯ মার্চ আদেশ জারি করেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি কোন পাহাড় কাটা যাবে না।’

তিনি বলেন, সরকারের বিভিন্ন সময়ে জারি করা নিজের আদেশ এবং উচ্চ আদালতের রায় উপেক্ষা করেই এই অঞ্চলে পাহাড় উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা পাহাড়ে আবার গাছ লাগানোর কথা বলা হয়েছে। পাহাড় কেটে কীভাবে জীববৈচিত্র্য রক্ষা হবে সেটি আমাদের মাথায় ধরে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম।

শেয়ার