Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ মিলল খালে

১২ জুন, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ মিলল খালে
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে ফাতেমা আকতার (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুপাড়া হৃদের খাল থেকে সৃষ্ট অন্য একটি খালে পাওয়া যায় তার মরদেহটি। নিহত ফাতেমা ওই এলাকার কালা মিয়ার মেয়ে।

স্থানীয় লোকজন জানান, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হন ফাতেমা। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। পরে সোমবার ভোরে একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশকে না জানিয়ে মরদেহ দাফন করেন পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ‘ফাতেমা নামে এক নারী সন্ধ্যায় নিখোঁজ হন। সোমবার একটি খালে তার মরদেহ পাওয়া যায়। ফাতেমা ভাতাভুক্ত প্রতিবন্ধী ছিলেন। এ ব্যাপারে তার পরিবারের কোনো অভিযোগ নেই।’এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ কোনো তথ্য জানায়নি। খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

শেয়ার